প্রশ্নঃ আস্সালামু আলাইকুম, প্রিয় হুজুর! জান্নাতুল ফেরদৌসের অধিকারী কারা? জানতে চাই।
 

উত্তরঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম। 

জান্নাতুল ফেরদৌস হচ্ছে মহান আল্লাহ তাআলার সবচেয়ে আলীশান জান্নাত। এই জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়া মহান রবের একান্ত অনুগ্রহের ব্যাপার।

মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এরশাদ করেছেনঃ

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ  وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ۙ وَالَّذِیۡنَ ہُمۡ لِلزَّکٰوۃِ فٰعِلُوۡنَ ۙ وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ 

اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ وَالَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَعَہۡدِہِمۡ رٰعُوۡنَ ۙ

وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَوٰتِہِمۡ یُحَافِظُوۡن اُولٰٓئِکَ ہُمُ الۡوٰرِثُوۡنَ ۙ الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ

মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাযে বিনয়-নম্র; যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,

যারা যাকাত দান করে থাকে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।

তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।

অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।

এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে। এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।  

তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে।

(আল মুমিনূন - ১/১১ আয়াত)

উক্ত আয়াতে কারীমায় মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, কারা জান্নাতুল ফেরদৌসের অধিকারী। আসুন জেনে নেই তাদের বৈশিষ্ট্যগুলো।

জান্নাতুল ফেরদৌসের অধিকারীদের বৈশিষ্ট্য হচ্ছে ৭টিঃ

(১) বিনয়, নম্রতা ও একাগ্রতার সাথে নামায আদায় করা। 
(২) বেহুদা বিষয়াদি থেকে বিরত থাকা। 
(৩)যাকাত আদায় করা । 
(৪)যৌনাঙ্গকে হেফাযত করা । 
(৫) আমানত প্রত্যার্পণ করা । এতে এমন প্রত্যেকটি বিষয় অন্তর্ভুক্ত, যার দায়িত্ব কোন ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোন ব্যক্তির উপর আস্থা স্থাপন করা হয় । 
(৬) অঙ্গীকার পূর্ণ করা । এখানে অঙ্গীকার দ্বারা দ্বিপাক্ষিক চুক্তি ও এক তরফা প্রতিশ্রুতি দুটিকেই বুঝানো হয়েছে । 
(৭) নামাযে যত্নবান হওয়া । 

তাফসীরে মারেফুল কুরআন।


উত্তর প্রদানেঃ
মোঃ আজিজুল হাকিম 
www.rahber1.blogspot.com