Recents in Beach

বিছানার উপর নামায পড়া যাবে কি না?


প্রশ্নঃ হুজুর! অনেক সময় বাড়ীতে নামায আদায় করতে হয়। অথবা তাহাজ্জুদ নামায পড়ার সময় বিছানার উপর নামায পড়তে হয় এমতাবস্থায় বিছানার উপর নামায পড়া যাবে কি না?

উত্তরঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম। 

বিছানা যদি পাক পবিত্র থাকে তবে উক্ত বিছার উপর নামায আদায় করতে কোন অসুবিধা নেই। রাসূল সাঃ এবং তাঁর সাহাবীগণ বিছানায় নামায আদায় করেছেন। নিম্নে কিছু হাদীস উল্লেখ করা হলোঃ

✅ وَصَلَّى أَنَسٌ عَلَى فِرَاشِهِ وَقَالَ أَنَسٌ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَسْجُدُ أَحَدُنَا عَلَى ثَوْبِهِ.

আনাস ইবনু মালিক (রাযি.) নিজের বিছানায় সালাত আদায় করতেন। আনাস (রাযি.) বলেনঃ আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ নিজ কাপড়ের উপর সাজদাহ করত।

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে ঘুমাতাম, আমার পা দু’খানা তাঁর ক্বিবলাহর দিকে ছিল। তিনি সাজদাহ্য় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দু’খানা গুটিয়ে নিতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দু’খানা প্রসারিত করতাম। তিনি বলেনঃ সে সময় ঘরগুলোতে বাতি ছিল না।

বুখারীঃ ৩৭৫, মুসলিম ৪/৫১ হাঃ ৫১২, আহমাদ ২৫৭০৫ দ্রষ্টব্য) 

✅ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه 
وسلم كَانَ يُصَلِّي وَهِيَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ اعْتِرَاضَ الْجَنَازَةِ.

‘আয়িশাহ (রাযি.) ‘উরওয়াহ (রাযি.)-কে বলেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন আর তিনি [‘আয়িশাহ (রাযি.)] আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর ক্বিবলা (কিবলা/কেবলা)হর মধ্যে পারিবারিক বিছানার উপর জানাযার মত আড়াআড়িভাবে শুয়ে থাকতেন। 
(বুখারীঃ ৩৭৬)

উত্তর প্রদানেঃ
মোঃ আজিজুল হাকিম 
www.rahber1.blogspot.com


Post a Comment

0 Comments